সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
দৈনিক সিলেটের দিনরাতঃ
ভারত রফতানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে তুরস্ক ১৫,০০০ টন পেঁয়াজ রফতানির প্রস্তাব দিয়েছে।
সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন স্থানীয় এক টিভিকে বলেন, প্রতি কেজি ২৩ টাকা দরে বাংলাদেশে ১৫,০০০ টন পেঁয়াজ রফতানির প্রস্তাব দিয়েছে তুরস্ক।
বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকার ভারত নিজ দেশে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই পণ্যটি রফতানি বন্ধ করে দেয়।
বাংলাদেশ প্রধানত প্রতিবেশী ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। ফলে ভারত রফতানি বন্ধ করে দেয়ায় দেশটি এখন বিকল্প উৎস সন্ধান করছে।
মোমেন বলেন যে তিনি সম্প্রতি আঙ্কারা সফরকালে সেখানে থেকে পেঁয়াজ রফতানির ধারণাটি দিয়ে এসেছিলেন।
মন্ত্রী বলেন, তুরস্ক সফরকালে আমি পেঁয়াজ সঙ্কটের কথা জানতে পেরে বাংলাদেশী বাণিজ্য মন্ত্রীর সম্মতি নিয়ে আমি এ ব্যাপারে তুর্কি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য সেখানকার মিশনকে দায়িত্ব দিয়ে এসেছি।
তবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির ব্যাপারে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
Source আনাদোলু এজেন্সি
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D