সিলেট ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
দৈনিক সিলেটের দিনরা,ছাতক প্রতিনিধি:
।
ছাতকের জননী পোল্টি ফার্মের মালিক আলাউদ্দিনের দুই হাজার সোনালী মুরগের বাচ্চা মরে গিয়ে লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে শেডের মুরগের বাচ্চাগুলো মরে যাওয়ায় অার্থিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন ফার্মের মালিক । তিনি উপজেলার বুড়াইরগাঁও গ্রামের ফজর অালীর ছেলে।
জানা যায়, অালাউদ্দিন ২০১০ সালে নিজস্ব অর্থায়নে বাড়ির পাশে জননী পোল্টি ফার্ম নামে একটি মুরগের ফার্ম স্থাপন করে ব্যবসা-চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে ফার্মে ৪টি শেডে ৬ হাজার মুরগের বাচ্চা তুলেন। প্রথম থেকে দীর্ঘদিন ব্যবসা বেশ জমজমাট চলছিল তার। লাভের মূখও দেখেছিলেন তিনি। কিন্তু করোনা অার তিন দফা বন্যার কারণে সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়। এখন মুরগের বাচ্চা মরে লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে মাস খানেক সময় ধরে দিন-রাত পরিশ্রম করে অাসছিলে ফার্মের ব্যবসায়ী অালাউদ্দিন। তিনদিন অাগে তিনি বগুড়া থেকে ২হাজার সোনালী মুরগের বাচ্চা তুলেন ফার্মে। শনিবার সকাল ৯টা পর্যন্ত একটি বাচ্চাও মরেনি। কিন্তু একঘন্টা পর ফার্মে প্রবেশ করে দেখেন শেডের ভেতরে রাখা দুই হাজার সোনালী মুরগের বাচ্চা একটিও বেঁচে নেই। রহস্যজনক ভাবে এক ঘন্টার মধ্যে মুরগের বাচ্চাগুলো মরে যায়। বিষ প্রয়োগ করে কে বা কাহারা মুরগের বাচ্চাগুলো মেরে ফেলেছে বলে ব্যবসায়ী অালা উদ্দিনের ধারণা। তিনি এখন ব্যবসার মূলধন হারিয়ে পথে বসার উপক্রম। সরকারী ভাবে অার্থিক সহায়তা পেলে অাবারও ব্যবসায় লাভের মুখ দেখা সম্ভব হবে বলে তার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D