সিলেট ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
দৈনিক দিনরাতঃঃ
।
করোনা ভাইরাস মহামারিতে আটকে পড়া সৌদি আরব ফেরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে তাদের ভিসার মেয়াদ ২৪ দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায় সৌদি আরব। তারপর আজ রোববার থেকে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাসে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। অনলাইন আরব নিউজকে কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। শ্রমিকদের সৌদি আরবে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ ও সৌদি আরবের যথাক্রমে বিমান ও সাউদিয়া ১৬টি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট বৃদ্ধি করার মাধ্যমে তারা আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের সৌদি আরবে ফিরিয়ে নেবে।
আরব নিউজের খবরে আরো বলা হয়, সরকারি তথ্য অনুসারে গত ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত সৌদি আরব থেকে প্রায় ৫০ হাজার শ্রমিব ফিরেছেন দেশে। এরপর করোনা ভাইরাস মহামারির কারণে দুই দেশই লকডাউন দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D