কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন সুমন্ত ব্যানার্জি

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন সুমন্ত ব্যানার্জি

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগাদান করতে যাচ্ছেন সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি। কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর প্রজ্ঞাপন মোতাবেক গত ১৭ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত পত্রে সুমন্ত ব্যানার্জিকে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করেন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের স্থলাবিশিক্ত হবেন।
সুমন্ত ব্যানার্জি ৩৩তম বিসিএস ব্যাচের একজন প্রশাসনিক ক্যাডার। তবে এখন পর্যন্ত পরিকল্পনা কমিশনে বদলী উপজেলার বিদায়ী ইউএনও বারিউল করিম খান ইউএনও’র দায়িত্ব পালন করে যাচ্ছেন। দু’একদিনের মধ্যে কানাইঘাট উপজেলার নতুন ইউএনও সুমন্ত ব্যানার্জি কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেট সদর ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান সুমন্ত ব্যানার্জি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV