সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ নবগঠিত কানাইঘাট উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা আজ বুধবার বিকেল ৪টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সদস্য নুরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গরীরদার বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশে খুন, রাহাজানি, দুর্নীতি, ধর্ষণের ত্রাসের রাজত্ব কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপির জনপ্রিয়তায় ইর্ষান্বীত হয়ে সরকর দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্দে মিথ্যা মামলা-হামলা দিয়ে দমন-নিপীড়ন চালাচ্ছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপি সাংগঠনিক কর্মকান্ড বেগবান করার জন্য এবং আগামীর দিনের আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D