দুই যুগের বেশি সময় ত্রিশালের সর্বোচ্চ জনপ্রিয় নেতা মেয়র আনিছ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

দুই যুগের বেশি সময়  ত্রিশালের  সর্বোচ্চ জনপ্রিয় নেতা মেয়র আনিছ

দৈনিক সিলেটের দিনরাত,স্টাফ রিপোর্টারঃ
,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গত দুই যুগেরো বেশি সময় ত্রিশালের সর্বোচ্চ জনপ্রিয় নেতা মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
এ নেতা ১৯৭৫সালের পর তাঁর পিতা ত্রিশাল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের রাজনৈতিক ছাত্র।

পিতার আদর্শে আদর্শিত রাজপথের সূর্য সৈনিক হয়ে ১৯৮০সালের পর বিভিন্ন সরকারের বিরোদ্ধে রাজপথেই লঁড়াই করেছেন। ঘর ছেড়েছেন বহুবার তবে রাজপথ ছাড়েননি কখনোই।
কখনো ছাত্রলীগ নেতৃত্বে, অসহযোগ আন্দোলন করতে গিয়ে কখনো যুবলীগ নেতৃত্বে দিয়ে
সামনে থেকে বুক পেতে দিয়েছেন তখনকার সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলে। বহু ঘাত-প্রতিঘাত. পেড়িয়ে ত্রিশালের সারা এলাকায় জুড়েই সৃষ্টি করে তুলেছেন জনপ্রিয়তা।

১৯৯৬সাল থেকে যে কোন নির্বাচন ভাবাই যায়না মেয়র আনিছুজ্জামান ছাড়া কোন জয়।
জনপ্রতিনিধিত্বে মেধা ও যোগ্যতায় দিয়ে উন্নয়ন ও জনসেবায় জেলার শ্রেষ্ট মেয়র নির্বাচিত হয়েছেন। শুধু পৌরসভা নয় যদি দল নিরপেক্ষ ভাবে যাচাই করেন, তাহলে ত্রিশাল উপজেলার
শ্রেষ্ট জননেতার পুরস্কার পাবেন তিনি। মুজিব আদর্শের দলের দূঃসময়ের হাজার হাজার ত্যাগী নেতা ও কর্মীরা দাবী নিয়ে বসে আছেন। যোগ্য নেতা মেয়র আলহাজ্ব এবিএম আআনিছুজ্জামান আনিছের কাছে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব আসুক। আওয়ামীলীগের নেতা-কর্মীদের মূল্যায়ন হবে, দল হারানো ঐতিহ্য ফিড়ে পাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ