দিরাইয়ে ঝড় তুফানে ছাব্বিশটি পরিবারের ঘর বাড়ী লণ্ডভণ্ড

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

দিরাইয়ে ঝড় তুফানে  ছাব্বিশটি পরিবারের  ঘর  বাড়ী লণ্ডভণ্ড

দৈনিক সিলেটের দিনরাত,নিজস্ব প্রতিবেদক :
——————————–
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের ছাদিরপুর গ্রামের প্রায় ছাব্বিশটি পরিবারের ঘড় বাড়ী লণ্ডবন্ড হয়েছে। গত রাত অনুমানিক সাড়ে ৩টায় হঠাৎ করে পূবাল থেকে ধেয়ে আসা পচন্ড ঝড় তুফান শুরু হয়৷ ঝড় তুফানের তান্ডবে রফিনগর ইউনিয়নের ছাদিরপুর গ্রামের অসহায় দিন মজুর পরিবারের ছাব্বিশটি ঘর ও আসাবাপত্র উড়িয়ে নিয়ে যায় ঝড় তুফান। ক্ষতিগ্রস্ত সাজিদুল মিয়া, আমিরুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ অনেকেই জানান, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের একমাত্র সম্ভল ছিল আমাদের কুড়ের ঘরটি। আজ রাত্রে ঘূর্ণিঝড় এসে আমাদের সব কিছু উড়িয়ে নিয়ে যায়। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আমাদের বউ বাচ্ছা নিয়ে থাকার মতো একটু জায়গায় ও আমার খোঁজে পাচ্ছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও দিরাই উপজেলা প্রশাসনের সাহায্য কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ