কামরান ভাইর সাথে প্রথম দেখা, নাজমুল আলম রুমেন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

কামরান ভাইর সাথে প্রথম দেখা, নাজমুল আলম রুমেন
  1. কামরান ভাইয়ের সাথে রাজনৈতিক কাজে পৌরসভার অফিসে প্রথম দেখা হয়, আমাদের ইউনিয়ন কমিটির উদ্যোগে একটি স্মরনিকা প্রকাশের বিষয়ে । আমি যখন ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি করতাম তখন কামরান ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলেন । উনার সাথে প্রথম পরিচয়ের দিনেই ভালো ব্যবহার এবং সহযোগীতা দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন । এরপরে দীর্ঘ পথচলায় মহানগরের রাজনৈতিক কর্মকান্ডে উনাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে । জৈন্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে উনি বহুদিন অংশগ্রহন করেছেন । নির্বাচনী কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন । রাজনৈতিক এবং ব্যক্তিগত সংকটের সময় কামরান ভাই উনার রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে সবাইকে সহযোগিতা করেছেন । রাজনৈতিক অবদানের পাশাপাশি অনেক সামাজিক অবদান করে গেছেন আমৃত্যু । অমায়িক ব্যবহারের জন্য উনাকে সকল শ্রেনীর মানুষ শ্রদ্ধা এবং সম্মান করতেন । ছোটো, বড় সকলের সাথে ভালো ব্যবহার করতেন । দেশ এবং আওয়ামীলীগকে আরো অনেক অবদান রাখার যোগ্যতা ছিলো কামরান ভাইয়ের ।কামরান ভাইয়ের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কস্টকর । অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠে । বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির সময় মহান আল্লাহর রহমতে শহিদী মর্যাদায় কামরান ভাই মৃত্যুবরণ করেছেন । উনার কর্মময় জীবনের ইবাদত, মানবসেবা, ভালো কাজ এবং ভালো আচরণের উসিলায় মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমীন ।

এ সংক্রান্ত আরও সংবাদ