দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষন-নিপীড়নের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষন-নিপীড়নের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ সোহেল আহমদ (মিন্টু) নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাসহ দেশের সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ধর্ষক ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ অক্টোবর) বৃৃৃৃহস্পতিবার বিকাল পাঁচটায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয়। চকবাজার ব্যবসায়ী সমিতির নেতা ডাঃ এ আর খোকনের সভাপতিত্বে ও চকবাজার এলিভেন স্টার ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন মিলন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক জসিম উদ্দিন দূর্জয়, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, চকবাজার ব্যবসায়ী সমিতির নেতা ডাঃ এনামুল হক, সিএইচসিপি আলীম উদ্দিন পলাশ, এরুয়াখাই চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ইয়াকুব আল তামিম, বক্তারপুর আদর্শ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি ওমর গনী, ব্যবসায়ী সাজিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জামাল আহমেদ,আবু তাহের, আবুল আলম, নুর হোসেন, লিটন আহমেদ, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, বেলাল হোসেন, ইমাম হোসেন সবুজ, হারুন অর রশিদ অপি, আমির হোসেন, সুমন মিয়া, আল আমিন, সোহাগ রাজ, শেখ নাসির, তাজুল ইসলাম, আঃ রহিম, হেলাল আহমেদ, আরিয়ান হাসান সফিক, আলমগীর, সুমন, মতিউর রহমান বাবু, সাইদুর রহমান, জহুর আলী, সফিকুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আমীর হোসেন সাগর, মিজান, জুয়েল রানা, মুহিন আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV