কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের সমালোচিত টিএইচও শরফ উদ্দিন ঢাকায় বদলী

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের সমালোচিত টিএইচও শরফ উদ্দিন ঢাকায় বদলী

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা, ভূয়া বিল-ভাউচার তৈরি করে উত্তোলন সহ হাসপাতাল কেন্দ্রিক সীমাহিন অনিয়ম দুর্নীতির একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদকে অন্যত্র বদলী করা হয়েছে। গত ৪ অক্টোবর তার বদলীর চিঠি স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং তাকে স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকায় বদলী করা হয়েছে এবং তার স্থলে নতুন টিএইচও হিসেবে আজ বৃহস্পতিবার ডাঃ অভিজিৎ শর্ম্মা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার নতুন টিএইচও ডাঃ অভিজিৎ শর্ম্মার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বদলীকৃত টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ। বিভিন্ন সূত্রে জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নানা অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন খাতের বরাদ্ধের টাকা ভূয়া বিল-ভাউচার তৈরি করে উত্তোলনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদকে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় বদলী করা হয়েছে। বদলীর বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিসংখ্যানবিধ সুবোধ চন্দ্র দাস জানান, নতুন টিএইচও হিসেবে ডাঃ অভিজিৎ শর্ম্মা হাসপাতালে যোগদান করেছেন এবং ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদকে ঢাকায় বদলী করা হয়েছে।
প্রসজ্ঞত যে, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা হাসপাতালের বিদায়ী টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ ও অফিস সহকারী শামীম আহমদ বিল-ভাউচার তৈরি করে সেখানে তাদের স্বাক্ষর ও সীল ব্যবহার করে মোটা অংকের টাকা তছরুফ সহ হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছা-চারিতার ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ অনেকে বাদী হয়ে সম্প্রতি সরকারের বিভিন্ন দপ্তরে দাখিল করেন। এসব অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে একাধিক অনুসন্ধানী মূলক সংবাদ গণমাধ্যমে ধারাবাহিক ভাবে প্রকাশিত হলে বিষয়টি খতিয়ে দেখার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV