কানাইঘাটে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

কানাইঘাটে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট থানা পয়েন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী বের করে শ্রমিকলীগের নেতাকর্মীরা। পরে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, পাশাপাশি সেখানে এক পথসভায় মিলিত হন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জুনেদ হাসান জীবানের পরিচালনায় শহীদমিনার প্রাঙ্গনে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, বিভিন্ন ইউনিট শ্রমিকলীগের নেতৃবৃন্দের মধ্যে জাকারিয়া, ফয়ছল, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুছ, হুমায়ুন কবির নাঈম, আব্দুর রহিম, জাকির হোসেন, আবুল কাসিম প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৯ সালে জাতীয় শ্রমিকলীগ নিজ হাতে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকলীগ এ দেশের খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকশ্রেণীর সকল অধিকার আদায়ের সোচ্চার রয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের সকল কর্মকান্ডে শ্রমিকলীগের নেতাকর্মীরা অগ্রণি ভূমিকা পালন করে যাচ্ছেন। পথসভায় দেশের ধর্ষণের ঘটনা নিয়ে বিএনপি-জামায়াত চক্রের অপপ্রচারে নিন্দা প্রকাশ করা হয় এবং ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদন্ড বিধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করায় শ্রমিকলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান বলেন, কানাইঘাটে শ্রমিকলীগের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দলের নিবেদিত নেতাকর্মীদের আগামী দিনের কমিটিতে স্থান দেয়ার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আগামী দিনে শ্রমিকলীগকে আরো শক্তিশালী করে শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করব।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV