সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই

 

দিনরাত ডেস্ক :

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সকাল সোয়া ১০ টায় মারা যান বলে জানিয়েছেন তার ছেলে সাগর লোহানী।

গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে কামাল লোহানীকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ