সিলেট ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
দিনরাত সংবাদঃ সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই। রবিবার (১৮ অক্টোবর) রাতে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বড় মেয়ে কানাডায় আছেন। অন্য দুই মেয়ে দেশে।
সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সাংবাদিক আজিজ সেলিমের ঘনিষ্ঠ আত্মীয় সুলতান আবেদ চৌধুরী তারেক ওই তথ্য নিশ্চিত করেছেন। আজিজ সেলিম অসুস্থ অবস্থায় গত ৭ অক্টোবর সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ৮ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়। ১৬ অক্টোবর আবার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান আবেদ সুলতান চৌধুরী তারেক।
স্থানীয় দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন সেলিম।
সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।
আবেদ সুলতান চৌধুরী তারেক জানান, জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সময়ও নির্ধারণ হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D