সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি ঃ
উত্তর মহাইল,বড়পুঞ্জি,হাজারী সেনগ্রাম গীতা ও নৈতিক শিক্ষালয় উদ্বোধন ও জৈন্তাপুর উপজেলা গীতা শিক্ষা কমিটি গঠন উপলক্ষে উত্তর মহাইল শ্রী শ্রী দুর্গা মন্দির, দরবস্ত, জৈন্তাপুরে এক সভা অনুষ্টিত হয়।শুক্রবার দুপুর ১.০০ ঘটিকায় অনুষ্ঠিত সভায়
দরবস্ত ইউ/পি ঐক্য পরিষদের অধীর মোহন চক্রবর্তী এর সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রনত কান্ত দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বাগীশিকের উপদেষ্টা, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড.প্রদীপ ভট্টাচার্য, প্রধান বক্তা-সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি, বাগীশিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় দাশ ধনু,উদ্বোধক সিলেট জেলা বাগীশিক সভাপতি ডা. মালা রানী দে,বিশেষ অতিথি বাগীশিক সিলেট জেলার সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য , যুগ্ম সাধারন সম্পাদক ভানুলাল দাস বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি যাদব বিশ্বাস, সম্পাদক সুলাল চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মাষ্টার দুলাল চন্দ্র দেব,সহ সভাপতি শংকর দাশ,সুনিল দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শীতল চন্দ,সিলেট জেলা বাগীশিক উপদেষ্টা জ্যোতি মোহন বিশ্বাস, সহ সভাপতি ডা.গোপিকা রঞ্জন চক্রবর্তী,সাংস্কৃতিক সম্পাদক ডা.প্রতাব দে,অমূল্য চরন পাল, পরিমল দে, নগেন্দ্র রায়,অর্জুন বিশ্বাস,হৃদয় বিশ্বাস, শ্যাম চরন বিশ্বাস,রানা বিশ্বাস,কটন বিশ্বাস,জয়ন্ত বিশ্বাস, দিপন বিশ্বাস,বিপুল রায় প্রমুখ।
সুনিল দেবনাথ সভাপতি,শীতল চন্দ সাধারন সম্পাদক, সেবুল দেবনাথ কে সাংগঠনিক করে ২৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সিলেট জেলা বাগীশিক সভাপতি ডা.মালা রানী দে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D