সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এ বছর ৩১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা সরকারি নির্দেশ মেনে অনুষ্ঠিত হয়। আজ সোমবার শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়াদশমীতে বিকেল ৪টার মধ্যে উপজেলার প্রত্যেকটি মন্ডপের প্রতিমা সনাতন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিসর্জন দিয়েছেন। কানাইঘাট পৌরসভার রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সুরমা নদীতে বেশ কয়েকটি মন্ডপের প্রতিমা বিসর্জনের সময় সেখানে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, আনসার ভিডিপির কর্মকর্তারা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস সহ নেতৃবৃন্দ এবং পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, অত্যন্ত সুন্দরভাবে সরকারি নির্দেশনা মতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াইয়া শান্তিপূর্ণ ভাবে উপজেলার প্রত্যেকটি মন্ডপের শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষের সম্প্রীতির মাধ্যমে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা কানাইঘাটে সম্পন্ন হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিরাজ থাকায় এ বছর আমরা স্বল্প পরিসরে উৎসব ছাড়াই পূজা উদ্যাপন করেছি। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রতি পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D