সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত, আজিজুর রহমানঃ-
বলদী যুব সমাজ কল্যাণের উদ্যোগে বলদী ও দক্ষিন বলদীর বানেশ্বরপুর, শুড়িগাও এলাকা বাসী বলদী একতা যুব সমাজ কল্যাণ সমিতি এবং তেতলি টিল্লা বাড়ি মাদ্রাসার
দ্বীনি ভাইদের উপস্থিতিতে আজকের বিশাল প্রতিবাদ মিছিলের উপস্থিত হয়
শত শত জনতার উপস্থিতি ইসলামী শ্লোগানে মুখরিত হয় ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার থেকে চন্ডিপুল চত্বরে পর্যন্ত
সাধারণ জনতা এবং উপস্থিত মুসল্লি রা ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র এর তীব্র নিন্দা জানান
এসময় উপস্থিত ছিলেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদ এর মুতল্লি হাজী সাহাব উদ্দীন সাহেব
বলদী জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ এর ইমাম
বলদী যুব সমাজ কল্যাণ সমিতির আহবায়ক মাছুম আলম, মকসুদুল করিম নুহেল
বলদী যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি: উজ্জল আহমদ সাধারণ সম্পাদক: রাজন আহমদ
সহ সভাপতি: আমিন আহমদ ও তারেক আহমেদ
যুগ্ম সম্পাদক: মুরাদ হোসেন
সহ সাধারণ সম্পাদক: ফরহাদ রহমান
বলদী একতা সমাজ কল্যাণ সমিতির সভাপতি অপু আহমদ সহ প্রমুখ
উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নবীর প্রতি ভালবাসা দেখানোর জন্য উপস্থিত সকল কে বলদী যুব সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D