সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত, মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া আজ ১ লা অক্টোবর রোজ রবিবার সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আব্দুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সদস্য সৈয়দ মাছুম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম সহ
উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। আগামীকাল ২ রা নভেম্বর রোজ সোমবার জগন্নাথপুর পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া। এ খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে আনন্দে মেতে উঠেছেন সর্বস্তরের পৌরবাসী।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফের মৃত্যু হওয়ায় জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ শুন্য হয়ে যায়। শুন্য পদে গত ৩১ মার্চ উপ-নির্বাচন হওয়ার তপশিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ সময় মহামারি করোনার কারণে উপ-নির্বাচনটি স্থগিত করা হয়। পরে আবার গত ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিমকে ২৫৩০ ভোটে হারিয়ে নৌকার মাঝি মিজানুর রশীদ ভূইয়া ৬১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। মিজানুর রশীদ ভূইয়া অতীতেও জগন্নাথপুর পৌর সভার চেয়ারম্যান ছিলেন। জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই গ্রামের বাসিন্দা মিজানুর রশীদ ভূইয়ার পিতা প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়া জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। ছিলেন ৪ বারের সফল ইউপি চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D