সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
দৈনিক দিনরাত, মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌর পরিষদ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার হাতে পৌর সভার দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে আজ ২ রা নভেম্বর দুপুর ১১ ঘটিকার সময় পৌর সভা মিলনায়তনে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ শফিকুল হক এর সভাপতিত্বে ও সচিব স্বতীশ গোস্বামীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ। বক্তব্য রাখেন, মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আফছর উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি ও জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিনি ও কাউন্সিলর আবাব মিয়া প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার মা, পৌর সভার কাউন্সিলর তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না,সুহেল মিয়া দেলোয়ার আহমেদ ও মিনা রানী পাল, পৌর সভার সকল কাউন্সিলর বৃন্দ সহ পৌর পরিষদের সর্বস্তরের কর্মকর্তা – কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভার শুরুতে নব- নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া ও অনুষ্ঠান এর প্রধান অতিথি মোঃ সিদ্দিক আহমেদকে ফুল দিয়ে বরন করে নেন পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ।
পরিশেষে জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর মোঃ শফিকুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D