সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বিভিন্ন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার বিকেল ২টায় এ উপলক্ষ্যে কৃষকদের নিয়ে হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাঘাট প্রেসক্লাবের সাধারন-সম্পাদক নিজাম উদ্দিন। আলোচনা সভা শেষে পুনর্বাসন ও প্রনোদনার আওতায় উপজেলার ১৬০৫ জন কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করে কৃষকদের মাঝে এসব উপকরন তোলে দেওয়ার সময় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন সরকার দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ সহ তৈল জাতীয় বীজ শস্য উৎপাদন বাড়াতে দেশের চালিকা শক্তি কৃষক ভাইদের মধ্যে বিনা মূল্যে এসব উপকরন বিতরন করছেন। এর যথাযথ ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ নিজেদের সাবলম্বী করার জন্য কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D