সিলেট ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
মহামারি করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপেলো ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার (২৭ জুন) চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিলে তিনি বাসায় ফিরেছেন। বাসায় পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি এ তথ্য নিশ্চিত করেন।
লতিফ বকশি বলেন, আল্লাহর অশেষ রহমতে ও সবার দোয়ায় শনিবার দুপুরে সুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী। ডাক্তারের পরামর্শে তিনি আরো কিছুদিন বিশ্রাম নেবেন।
মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী।
বিআলো/ইসরাত
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D