বিভক্ত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে সমন্বয়ক  অধ্যাপক ইকবাল হোসেন রাজু

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

বিভক্ত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে সমন্বয়ক  অধ্যাপক  ইকবাল হোসেন রাজু

দিনরাত ডেস্ক ঃঃ  সংগ্রামী ছাত্র সমাজ ফোরাম- এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচ.এম এরশাদের কারামুক্তি আন্দোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারি  সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, মিজানুর রহমান চৌধুরী, কাজী জাফর আহমেদ, এ.বি.এম শাহজাহান, খালেদুর রহমান টিটু, সিরাজুল হোসেন খান, কর্ণেল মালেক, মাহবুবুল হক দোলন, সাবেক ছাত্রনেতা আদনান আক্তার, সরোয়ার হোসেন টিটু, ফখরুল ইসলাম লিটন, শহীদ রবি হেডলি স্বপনসহ সকল বিদেহী নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত ও নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ৮২ থেকে জাতীয় পার্টির উন্নয়ন এবং ৯০’র পরবর্তী এরশাদ মুক্তি আন্দোলন জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। কিন্তু বর্তমান জাতীয় পার্টি বিভিন্ন অংশে বিভক্ত হওয়ায় জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়েছে। তাই বর্তমান সময়ের দাবি আজকে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কথা বলার।

উপস্থিত বিভিন্ন অংশের নেতৃবৃন্দ মনে করেন, ঐক্যের বিকল্প নেই। এরশাদের নীতি-আদর্শ, ১৮ দফাকে সামনে নিয়ে এরশাদের জনপ্রিয় স্লোগান ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই আদর্শ ও স্লোগানকে বাস্তবায়ন করতে জাতীয় পার্টির ঐক্যের বিকল্প নেই। সেই লক্ষে সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজুকে সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগ্রামী ছাত্র সমাজ ফোরাম’র অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু। সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, জেপি’র অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ন্যাপ’র মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সিনিয়র আইনজীবী এড. শফিকুল ইসলাম, ঢাবি’র জাহাঙ্গীর হোসেন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, গড়বো বাংলাদেশ’র আহ্বায়ক মো. লিটু, জেপি’র যুগ্ম মহাসচিব ওলিউর রহমান খলিল, জাপা’র যুগ্ম মহাসচিব রেজাউল করিম, বিজেপি’র সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান, জাপা’র সাংগঠনিক সম্পাদক এড. বখতিয়ার ইকবাল, জাতীয় পার্টির সদস্য খন্দকার ফজলুল হক, জেপি’র সদস্য ফয়সাল আহমেদ, সিলেটের মজিবুর রহমান ডালিম, মোসলেহ উদ্দিন মোল্লা, মো. নিলয়, মো. বাবুল প্রমুখ নেতৃবৃন্দ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ