করোনাবিশ্বে আক্রান্ত ১ কোটি মৃত্যু ৫ লাখের বেশি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

করোনাবিশ্বে আক্রান্ত ১ কোটি মৃত্যু ৫ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের শেষদিকে চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরুর পর ছয় মাসে বিশ্বের এক কোটিরও বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে মহামারি নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯। অদৃশ্য এই ভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের দেওয়া তথ্যমতে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ হাজার ৬১৮ জন। সেই সঙ্গে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৩০৯ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৩ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। টানা তিন দিন আক্রান্তে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। তবে দশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ১০৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৬২ জন।

লকডাউন শিথিলের পর থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের এবং ৩ লাখ ১০ হাজার ১৪৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া, স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন। মারা গেছেন ২৮ হাজার ৩৪১ জন।

পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৫ জনের। চিলিতে ২ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৪৭ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৩৬ জন, মারা গেছেন ৩৪ হাজার ৭১৬ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ১৮০ জন ও ১০ হাজার ৩৬৪ করোনায় মারা গেছেন। মেক্সিকোতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৮০৪ জন। মারা গেছেন ২৬ হাজার ৩৮১ জন।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৩১৮ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ