বিপিসি চেয়ারম্যানের সাথে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভা

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১

বিপিসি চেয়ারম্যানের সাথে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভা

 

সানোয়ার আলী : সিলেটে চলমান জ্বালানি তেলের সংকট নিরসনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’র (বিপিসি)র চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

সোমবার বিকেলে কাওরান বাজারস্থ বিপিসির কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে সিলেট থেকে  উপস্থিত ছিলেন এসোসিয়েশনের মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক ও হুমায়ুন আহমেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিপিসি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

 

সিলেট অঞ্চলে দীর্ঘদিন যাবত জ্বালানী তেলের সংকট রয়েছে। এরই মধ্যে টানা ১০ দিন সিলেটে অকটেন সরবরাহ বন্ধ ছিল। সিলেট অঞ্চলে জ্বালানী তেলের সংকট নিরসনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে সোমবার তারা বৈঠকে বসেন বিপিসির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সাথে।

 

সভায় বিপিসির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, সিলেটে জ্বালানী তেলের সংকট নিরসনে তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের তেল উত্তোলনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

 

সভা শেষে জুবায়ের চৌধুরী জানান, বিপিসির চেয়ারম্যানের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন বিশেষ করে সিলেটের জ্বালানি সমস্যা এবং সিলেট গ্যাস ফিল্ড খুলে দেওয়ার আশ্বাস দেন বিপিসি চেয়ারম্যান।

 

জুবায়ের চৌধুরী জানান, আগামী বুধবার (১০ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনে উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে জ্বালানী তেল ব্যবসায়ীদের জরুরী সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সিলেটের জ্বালানি তেলের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ করা হবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

এ সংক্রান্ত আরও সংবাদ