করোনায় মারা গেলেন সাংসদ মাহমুদ উস সামাদ

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

করোনায় মারা গেলেন সাংসদ মাহমুদ উস সামাদ

 

দিনরাত ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ২ টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

 

এর আগে গতকাল মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ গণমাধ্যমকে এমপি কয়েসের করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। বিকালে তার করোনার ফলাফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই আজ না ফেরার দেশে চলে যান এই সংসদ সদস্য।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

১৯৫৫ সালের ৩ জানুয়ারি জন্ম নেয়া মাহমুদ উস সামাদ চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ