হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জমিরের পদত্যাগ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জমিরের পদত্যাগ

 

দিনরাত ডেস্ক : সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতি (রেজি নং : সিলেট-০১৩) এর সভাপতি জমিরুল ইসলাম পদত্যাগ করেছেন।
গত ১২ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটি বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

 

ব্যক্তিগত কারণে বিদেশ গমনের কারণে জমিরুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন। পরে গত ১৮ মার্চ তিনি আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপপরিচালক বরাবরে পদত্যাগের অনুলিপি জমা দেন।

 

জমিরুল ইসলাম ট্রেড ইউনিয়ন্স এর রেজিস্ট্রেশন প্রাপ্ত সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি। ২০১৯ ইং সালের ৮ আগষ্ট সমিতিটি শ্রম অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন লাভ করে।

 

সমিতির প্রতিষ্ঠা ও রেজিস্ট্রেশন লাভ করা থেকে শুরু করে পরিবহন মালিকদের নানা সংকট মোকাবেলায় অতপ্রত ভাবে জড়িত ছিলেন জমিরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ