সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ২, ২০২১
সোহেল আহমদ ঃ সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৫ জন নিহতের ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই এবার এই উপজেলার দরবস্ত বাজারের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের খেলার মাঠের সম্মুখের রাস্তায়। জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত একজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তার নাম সোহেল আহমেদ বলে জানা গেছে। নিহত সোহেল আহমেদ দরবস্ত বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মোটরসাইকেল এর চালক সুলতান আহমেদের বাড়ি কানাইঘাট উপজেলার গাছ বাড়িতে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাকটির চালক দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেখে পালিয়ে গেছে পালিয়েছে। নিহত অপরজন পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে শোকের সাগরে বাসছে স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এ দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D