সিলেট ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১
দিনরাত সংবাদ ঃ অফিসিয়াল সিক্রেটস আাইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু। অপরদিকে রোজিনার পক্ষে ছিলেন ছিলেন এড. আহসানুল হক সমাজী ও প্রশান্ত কর্মকার।
রোজিনা ইসলামের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, রোজিনার রিমান্ড আবেদন বাতিল করেছে। আগামী বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি হবে।
এর আগে সকাল ১১টার দিকে এজলাসে উঠানো হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। সাধারণত এজলাসে স্বজন ও সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেয়া হলেও এদিন কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D