সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
সোহেল আহমদ ঃ কিছুতেই থামছেনা জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনা। আজ ও-তামাবিল সড়কে ব্যাটারিচালিত টমটম ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন আরও ৬ জন। বেপরোয়া ট্রাকের ধাক্কায় গত দু মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। রাস্তার পাশে দাড়ানো অবস্থায় ও প্রাণ হারিয়েছেন কয়েকজন। এই রাস্তা যেনো মরন ফাঁদ। যতাযত তদারকি না হলে মরণের এ লাইন আর ও দীর্ঘ হবে বলে সচেতন মহলের আশংকা।
বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ঘটেছে।
গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ব্যাটারিচালিত একটি টমটম ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই গাড়ির ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমাম উদ্দিন (৪৫) গোয়াইনঘাট উপজেলার বরহাল লাফনাউট এলাকার সফর আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, বাকি আহত ৬ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D