সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২১
হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর এর কলকলিয়া বাজার -বালিকান্দী সড়কে ইজিবাইক গাড়ী (টমটম গাড়ী) দুর্ঘটনায় লেখন(৩০) ও সৌরভ(২৫) নামক দুই জন আহত হয়েছেন।
জানাযায়, ১৩ ই জুন রোজ রবিবার সন্ধ্যালগ্নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার -মোকামপড়া-বালিকান্দী সড়কের বালিকান্দী নতুনপাড়া পয়েন্ট থেকে ছেড়ে যাওয়া কলকলিয়া বাজারগামী যাত্রীবাহী ইজিবাইক গাড়ী (টমটম গাড়ী) নিয়ন্ত্রণ হারিয়ে মোকামপাড়া এলাকায় সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ইজিবাইক গাড়ী( টমটম গাড়ী) চালক বালিকান্দী গ্রাম নিবাসী সৌরভ মিয়া(২৫) ও একই গ্রাম নিবাসী মোঃ লেখন মিয়া(৩০) আহত হয়েছেন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D