কঠোর বিধিনিষেধ থাকবে কি না লকডাউনে

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

কঠোর বিধিনিষেধ থাকবে কি না লকডাউনে

 দিনরাত প্রতিবেদক: এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ পরবর্তীতে বাড়ানো হবে কি না, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (৩০ জুন) দুপুরে সংসদ অধিবেশন শেষে বের হবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

এদিকে, আগামীকাল ১লা জুলাই থেকে শুরু হতে যাওয়া ৭ দিনের কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানোয় হয়েছে কঠোর বিধিনিষেধ চলাকালে বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একইসাথে গণপরিবহণসহ যন্ত্রচালিত সকল যানবাহন বন্ধ থাকবে।

তবে, স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প-কারখানা। পরিচালিত হবে আন্তর্জাতিক ফ্লাইট।

এ সংক্রান্ত আরও সংবাদ