সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
দিনরাত ডেস্ক ঃসচিব পদে পদোন্নতিপূর্বক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মোঃ এহছানে এলাহী। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই আজ (বুধবার) টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এহছানে এলাহী।
এর আগে, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ এহছানে এলাহীকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। তিনি সচিব পদ মর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোঃ এহছানে এলাহী ১৯৯১ সালে বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন।
অত্যন্ত মেধাবী, সৎ, রুচিশীল ও চৌকস কর্মকর্তা হিসেবে তিনি সুনাম ও দক্ষতার সাথে মাঠপ্রশানে দায়িত্বপালন করেছেন। তিনি চট্টগ্রামের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে পূর্বাঞ্চলীয় রেলের জিএম পদে অধিষ্ঠিত হন। উপসচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে দায়িত্ব পালনকালে বদলীপূর্বক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে পদায়ন করা হলে সেখানেও কিছুদিন কর্মরত ছিলেন।
পরবর্তীতে তিনি গাইবান্ধার ডিসি হিসেবে প্রায় ৩ বছর দায়িত্ব পালনকালে অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক হিসেবে মানুষের হৃদয় জয় করতে ও প্রশাসনকে গতিশীল রাখতে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে সক্ষম হন। ফলশ্রুতিতে তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলে নাজুক পরিস্থিতিতে নিমজ্জিত এ প্রতিষ্ঠানকে টেনে তুলতে নিরলসভাবে কাজ করেন।
এর পর চলতি বছরের ২০ জানুয়ারি তাকে গ্রেড-১(সচিব পদ মর্যাদা) পদে পদোন্নতি দিয়ে বিসিআইসির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। ৫ মাসের মাথায় তাকে পূর্ণ সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হল।
এহছানে এলাহী জনপ্রশাসনের একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। উল্লেখ্য যে, চাকরিজীবনের প্রারম্ভে সংসদ সচিবালয়ে মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর সাথে কাজ করারও তার অভিজ্ঞতা রয়েছে। সংসদ সচিবালয়ে তিনি ডেলিগেশন ও প্রটোকল বিভাগে দায়িত্ব পালন করেছেন। এহছানে এলাহীর জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার তিনছটি নয়াগ্রামে।
তাঁর বাবা প্রয়াত আব্দুল লতিফ একজন শিক্ষাবিদ ছিলেন। মোঃ এহছানে এলাহী জালালাবাদ এসোসিয়েশন, স্পীকার হুমায়ূন চৌধুরী রশীদ স্মৃতি পরিষদসহ নানা সামাজিক সংগঠনে এবং এলাকার বিভিন্ন চ্যারিটেবল কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর জন্মস্থান কানাইঘাটে তিনি খোকন নামে সমধিক পরিচিত। ব্যক্তিজীবনে তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D