অমৃত জ্যোতি,ধর্মপাশা(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় হাওরাঞ্চলের মধ্যনগর থানার উজ্জ্বল ভবিষ্যত হিসেবে কৃতিত্ত্ব অর্জন করলেন ৩৮তম বি সি পরীক্ষায়(ক্যাডার) সফলতা অর্জন করেন ৪ কৃতি সন্তান।
(সাইদুল ইসলাম, তপন সরকার, রাজীব তালুকদার ও ডলি রানী সরকার)
মধ্যনগর সদরের শহীদ মিনার চত্বরের বাসিন্দা মোঃমতিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম সায়েদ(প্রশাসন),তিনি মাধ্যমিকে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।মধ্যনগর ইউনিয়নের গলহা গ্রামের গোপাল সরকারের ছেলে তপন সরকার (সুপারিশ প্রাপ্ত পুলিশ),তিনি মাধ্যমিকে গলহা উচ্চ বিদ্যালয়ে ছাত্র। অন্য দুজন হলেন বংশীকুন্ডা ইউনিয়নের ডুলপুশি গ্রামের রাসেন্দ্র তালুকদার ছেলে রাজীব তালুকদার( শিক্ষা),তিনিব মাধ্যমিকে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ও ঘাসী গ্রামের মন্টু সরকারের মেয়ে ডলি রানী সরকার(সুপারিশ প্রাপ্ত পুলিশ),তিনি মাধ্যমিকে বংশীকুন্ডা মুমিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে শিক্ষা অর্জন করে ছিলেন।
সফলতা অর্জনকারী গলহা গ্রামের তপন সরকারের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান আমি বর্তমানে সুনামগঞ্জ জেলাধীন (দিরাই) শ্যামারচর কৃষি ব্যাংকে কর্মরত আছি।
ভাটির জনপদে আমার জন্ম,আমি আপনাদের সন্তান, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে আশির্বাদ ও দোয়া কামনা করি।