সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর লকডাউন এর সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে স্বাস্থ্য বিধি না মানায় ১৬ জন ব্যবসায়ী এবং ৪ জন পথচারীকে অর্থ দন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ।
মরনব্যাধী করোনা ভাইরাস এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও জন সচেতনতার লক্ষ্যে এক সপ্তাহের কঠোর লকডাউন এর প্রথম দিন আজ ১ লা জুলাই রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদর জগন্নাথপুর বাজার ও কলকলিয়া বাজার এর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে জনসচেতনতা মূলক প্রচারণা করার পাশাপাশি সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মূখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ী এবং ৪ পথচারীকে মোট ১ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ । এ সময উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল, হাসপাতাল এলাকা ও উপজেলার মিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় ১২জন ব্যবসায়িকে এক হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ লকডাউন কার্যকর করতে মাঠে ছিলেন।
এদিকে প্রশাসনের লোকজন এর উপস্থিতি টের পেয়ে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যায়। কিন্তু ভ্রাম্যমান আদালতের টিম চলে যাওয়ার পর অনেক ব্যবসায়ী আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। কঠোর লকডাউনে জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও উপজেলার আভ্যন্তরীন রোড গুলোতে অন্যসব যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। লকডাউন আর সকাল থেকে মুশলধারে বৃষ্টি হওয়ার কারনে জনসমাগম কম হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, গতকাল সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু হয়েছে তাই সবাই কে করবোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সতর্ক থাকার অনুরোধ করছি প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে। কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের কল্যাণের জন্যই এই লকডাউন। যদিও কিছুটা কষ্ট হবে কিন্ত জীবন বাঁচানোর জন্য এইটুকু সহ্য করতে হবে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চললে করবোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার লাভ করতে পারবে না।জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে অযথা বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,লকডাউন বাস্তবায়নে মাঠে করছি, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D