শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী অবান্তর… শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞানকে অস্বীকার করে আমরা বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। শতকরা ৫ শতাংশ বা তার নিচে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়।

এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও ঊর্ধ্বে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর। গতকাল বুধবার সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ কথাগুলো বলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ