কঠোর লকডাউন এর ১ম দিনে ৫৭টি যানবাহনে মামলা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

কঠোর লকডাউন এর ১ম দিনে ৫৭টি যানবাহনে মামলা

দিনরাত সংবাদ ঃকঠোর লকডাউন এর ১ম দিনে ৫৭টি যানবাহনে মামলা ১৩৫টি আটক এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক ১১,০০০/- জরিমানা।

করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধি নিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬ টি চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র মোবাইল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।

লকডাউনের ১ম দিনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ১১ টি, মোটরসাইকেল ৩৭ টি, প্রাইভেট কার ০২ টি ও অন্যান্য ০৭ টি মামলাসহ সর্বমোট ৫৭টি মামলা এবং সিএনজি ৩০ টি, মোটরসাইকেল ৬৩ টি, প্রাইভেট কার ০৩ টি, অন্যান্য ৩৯ টি সহ মোট ১৩৫ টি যানবাহন আটক করা হয়।

এছাড়াও পুলিশি ডিউটিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ২৫ জনকে ১১,০০০/-টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ