সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
আজিজুর রহমানঃ- সিলেটের বিশ্বনাথ উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা।গত ২৭ জুন থেকে ১ জুলাই পযন্ত ৫দিনে উপজেলার ৪০ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১ জুলাই) ৫ জনের করোনা সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ৪০ জনের মধ্যে রয়েছেন ২০ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৪ জন শিশু।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এপর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১১জন। এর মধ্যে মারা গেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ৩৩৬জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৬২জন। তার ধারণা সরকারি এই হিসেবের বাহিরে আক্রান্তের সংখ্যা আরও থাকতে পারে। যাদের অনেকেই হয়তো বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নমুনা দিয়েছেন। আবার অনেকেই নমুনা না দিয়েই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, সবমিলিয়ে বিশ্বনাথে আশঙ্কাজনকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D