অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক এই সংগঠনটির সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে এই তালিকায় রাখা হয়েছে।
শ্রম অধিকারের এই বিষয়ে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার।
এই পদে মাত্রই দায়িত্ব নিয়েছেন জানিয়ে মহাপরিচালক বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন সহজীকরণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।
তিনি আরো বলেন, শ্রমিকের নিম্নতম মজুরি ১৬০০ টাকা থেকে বেড়ে ৮ হাজার টাকা হয়েছে। রানা প্লাজার দূর্ঘটনার পর শ্রমিকের অধিকার ও স্বার্থ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু এই বিষয়গুলি হয়তো বৈশ্বিকভাবে আলোচনায় আসেনি।
‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০২১’ শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বের মোট ১৪৯টি দেশের শ্রম অধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া শীর্ষ ১০ খারাপ দেশের তালিকায় রয়েছে বেলারুশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, হন্ডুরাস, মিয়ানমার, ফিলিপাইন, তুরস্ক ও জিমাবুয়ে। এর মধ্য দিয়ে বেলারুশ ও মিয়ানমার এই তালিকায় প্রথম যুক্ত হলো।
এ ছাড়া, টানা অষ্টম বছরের মতো শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ অঞ্চল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা।