জাপানেত্রী শিউলী দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের আহবায়ক

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

জাপানেত্রী শিউলী দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের আহবায়ক

জাপার কেন্দ্রীয় নেত্রী শিউলি আক্তারদূ র্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ (দুবিসপ)কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্তক্রমে সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই সাথে শিউলী আক্তার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব ও পালন করবেন বলে জানানো
হয়। শিউলী আক্তার সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায়
দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ (দুবিসপ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন  জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ কে অনুস্মরণ
অনুকরণ করে স্ব-শ্রদ্ধ ও স্ব-প্রণোদিত চিত্বে সেচ্ছায়- দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করে, বিরল দৃষ্টান্ত একমাত্র প্রত্যাশা করেন শিউলি আক্তারের কাছে।

সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত নিরাপদ সোনার বাংলা বিনির্মানে  শিউলী আক্তারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বৃহত্তর সিলেট জেলাবাসীর প্রতি দুবিসপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে  অনুরোধ জানানো হয়েছে।

–এম এ মান্নান চৌধুরী ———–
———প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ——-
দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ (দুবিসপ)

সাংগঠনিক নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে
সাংগঠনিক দপ্তর কতৃক প্রচার করার অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকমোঃ রিয়াজ উদ্দীন।

এ সংক্রান্ত আরও সংবাদ