সিলেট ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
জয়নাল আবেদীনঃ সিলেটের প্রবীণ রাজনীতিক এম এ হক ইন্তেকাল করেছে। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্তায় তিনি গতকাল শুক্রবার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক মেয়র কামরানের শোক সইতে না সইতে চলে গেলেন আরেক অভিবাবক সিলেটের মানুষ যাকে হক নামেই চিনেন সেই প্রিয়জনকে । সকলের কাছে ‘হক ভাই’ নামেই পরিচিত তিনি। যেমন তাঁর দল, তেমন অন্য যেকোনো দল কিংবা সাধারণ মানুষের মাঝে তিনি ছিলেন বেশ সমাদৃত। সিলেটের যেকোনো সমস্যা মীমাংসা করতে যে কয়জন রাজনীতিবিদ এগিয়ে আসতেন সবার আগেই পাওয়া যেত এম এ হককে। কোন জনপ্রতিনিধি না হয়েও মানুষের বিপদে-আপদে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা যেত তাকে।
১৯৫৪ সালের ১লা জুলাই সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারের কুলুমা গ্রামে জন্ম হয় এম এ হকের। বড় হয়ে সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি যোগ দেন রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকেই জড়িত ছিলেন তিনি। ১৯৯৩ সালের দল তাকে মূল্যায়ন করতে শুরু করে। দায়িত্ব দেয় সিলেট জেলা বিএনপির সভাপতির পদ। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও অর্পিত হয় হকের কাঁধে। একধারে ২০০৪ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বি এন পি নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D