সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১
তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত উপজেলায় শনিবার দুপুর পর্যন্ত এ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের এ্যান্টিজেন পরীক্ষা করা হয় এরমধ্যে দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। অন্য ৯ জনের নমুনা সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ্যান্টিজেন পরীক্ষায় শনিবার দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানিয়েছেন, এ যাবৎ কালে উপজেলায় মোট ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন, ১৫২ জন।
এর মধ্যে মৃত্যু বরণ করেছেন, ৩জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন, ৮ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন, ৭৭ জন, এ পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন ৭৭জন।
সর্ব শেষ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২২জুলাই রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের সত্তর বছর বয়স্ক ইয়াকুব আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D