তাহিরপুরে কারিতাসে’র পক্ষ থেকে নগদ অর্থ ও হাইজিন কিট্ বিতরণ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

তাহিরপুরে  কারিতাসে’র পক্ষ থেকে নগদ অর্থ ও হাইজিন কিট্ বিতরণ

শফিকুল ইসলাম স্বাধীনঃ(সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কারিতাসে’র পক্ষ থেকে
বন্যা২০২০-এ ক্ষতিগ্রস্তদের মাজে নগদ অর্থ ও হাইজিন কিট্ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, বিশ্বজিৎ সরকার ।
কারিতাস সিলেট অঞ্চল থেকে
PO/DM
মি.ডানিয়েল ধৃতু স্নাল, JPO মোঃ আবু তাহের, একাউন্স অফিসার মিঃ গৌতম মরং
FO মি.প্রণয় পিউরিফিকেশন FS আমির হোসেন হৃদয়, তাহিরপুর উপজেলার যুব মহিলা লীগের আহ্বায়ক মোছাঃ আইরিন আক্তার ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম সারোয়ার ডালিম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিয়া হোসনে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল আহমদ সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য বর্গ ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিতরণ করেন ২৬০ টি পরিবারকে ৩০০০ টাকা নগদ অর্থ ও ২০ লিঃ ১ টি বালতি ঢাকনাসহ, হাইজিনকিট বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ