কানাইঘাটে প্রবাসীর খরিদা ভূমির উপর ঘর নির্মাণ করতে বাঁধা প্রদানের অভিযোগ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

কানাইঘাটে প্রবাসীর খরিদা ভূমির উপর ঘর নির্মাণ করতে বাঁধা প্রদানের অভিযোগ

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভা রায়গড় গ্রামে খরিদা সূত্রে মালিক এক সৌদি প্রবাসির ভোগ দখলীয় জায়গায় উপর ঘর নির্মাণ করতে বাঁধা প্রদানের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিজ চাউরা দক্ষিন গ্রামের সৌদি প্রবাসী সিরাজ উদ্দিনের পুত্র জামিল আহমদ মিছবাহ (২০) গত বুধবার কানাইঘাট থানায় বাদী হয়ে রায়গড় গ্রামের মৃত ইসরাক আলীর পুত্র সোহেল আমিন (৩৮) এর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বাদী জামিল আহমদ মিছবাহ উল্লেখ করেন, তার পিতা প্রবাসী সিরাজ উদ্দিন রায়গড় গ্রামের জনৈক বিলাল আহমদ এর নিকট হইতে দলিল নং-২৭৩৩/১৩ইং এবং দলিল নং-২০২৭/১৪ইং সনে মোট ২৩ শতক ভূমি দলিল মূলে খরিদ করেন। যাহার বর্তমান রেকর্ড তার পিতার নামে রয়েছে। খরিদা ভূমির জেএল ২৯ খতিয়ান ১৬৮ দাগ ২৯২, ২৯৬ হচ্ছে। উক্ত জায়গায় কিছু অংশে সম্প্রতি প্রবাসী সিরাজ উদ্দিনের পুত্র জামিল আহমদ মিছবাহ ঘর নির্মাণ করতে গেলে বিলাল আহমদের ভাতিজা সোহেল আমিন অন্যায় লাভের আশায় গত ১৪ সেপ্টেম্বর সকাল অনুমান ৯টার দিকে তাদের ঘর নির্মাণ করতে বাঁধা সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় খুন খারাবি ও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে সমূহ অভিযোগা এনে জামিল আহমদ মিছবাহ সোহেল আমিনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী সিরাজের আত্মীয়-স্বজনরা জানান, সোহেল আমিনের চাচা বিলাল আহমদের কাছ থেকে ২৩ শতক ভূমি খরিদ করার সময় উক্ত ভূমির উপর সোহেল আমিনের কোন ধরনের দাবি বা ওজর আপত্তি নেই মর্মে সোহেল আমিন ৩০০টাকা মূলের স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দেন। কিন্তু এখন সে নানা ভাবে প্রবাসী সিরাজ উদ্দিনকে হয়রানি করার জন্য খরিদা ভূমির উপর ঘর নির্মাণ করতে বাঁধা প্রদান করছেন। এ নিয়ে থানায় উভয় পক্ষের লোকজনদের নিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ বৈঠক করেছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ