মধ্যনগরে ভারী বৃষ্টি বর্ষনে বন্যার আসংখ্যায় এলাকাবাসী

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

মধ্যনগরে ভারী বৃষ্টি বর্ষনে বন্যার আসংখ্যায় এলাকাবাসী

দৈনিক সিলেটের দিনরাতঃ

অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর বেষ্টনীর মধ্যস্থলে মধ্যনগর থানা সদর বাজারটি অবস্থিত।আশে পাশের গ্রামগুলি ভিটা বেশিরভাগেই সুনামগঞ্জ জেলার ৩য় ধাপের বন্যার ফলে নীচু হয়ে গেছে।
২২সেপ্টেম্বর মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাৎ এর ফলে ব্যাপক ভাবেনদী সহ হাওরের পানি বৃদ্ধি পাচ্ছেএবং বন্যায় কবলিত জনমানুষের বাড়ীর আঙ্গীনায় পানি পৌঁছে গেছে। এমতাবস্থায় সুধীজনদের ধারনা যে কোন সময় আবারো বন্যা হতে পারে কিনা অাসংখ্যায় ভুগছেন তারা।
অন্যদিকে ক্ষতিগ্রস্থদের বাড়ী ঢেউয়ের কবল থেকে রক্ষা পাওয়া কঠিন হবে বলে মনে করছেন হাওর পারের পানির সাথে বসবাসরত যোদ্ধারা।যে কোন সময় ঝড়ো বাতাসে,আফাল নামক ঢেউরের কবলে নিঃশ্চিহ্ন হতে পারে তীরের বেশীর ভাগ গ্রামের বাড়ীঘর।সুনামগঞ্জ (পাউবো)র নির্দেশনা অনুযায়ী ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমান গত ২৪ঘন্টা পর্যন্ত ৪৪০মিলিমিটার,এবং আগামী ২৪ঘন্টা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।আজ ২৪সেপ্টেম্বর দুপুর ১২ পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৭সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ