সিলেট ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
দৈনিক সিলেটের দিনরাতঃ
,
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়াকে ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো উপলক্ষে জগন্নাথপুর পৌর সভার পক্ষ থেকে ১১ ই অক্টোবর রবিবার জগন্নাথপুর পৌর ভবনে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল হাই’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর প্রমূখ। এ সময় জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, দিপক গোপ, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, মুহিবুর রহমান লিটু, যুবলীগ নেতা কওছর রশীদ প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিশেষে নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
উল্লেখ্য, বিগত ১০ ই অক্টোবর জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মিজানুর রশীদ ভূঁইয়া মেয়র পদে বিজয়ী হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D