মধ্যনগরে HSC পরীক্ষা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

মধ্যনগরে HSC পরীক্ষা

মধ্যনগরে HSC পরীক্ষা

কেন্দ্রের অনুমোদন

 

 

(অমৃত এস)

সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কে এইচ এস সি পরীক্ষার পুর্ণাঙ্গ কেন্দ্র কোডঃ১২৯৯১০হিসেবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।গত১৪/৯/২০২১ইং তারিখে শিক্ষা বোর্ডের পরীক্ষা কমিটির ৩০তম সিদ্ধান্ত মোতাবেক “মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ”এ ২০২১ সালে উপজেলার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ,বংশীকুন্ডা কলেজ,লায়েছ ভূইয়া স্কুল এন্ড কলেজ ৩টিশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ১বছরের জন্য পরীক্ষা মুলক ভাবে এইচ এস সি পরীক্ষার পুর্ণাঙ্গ কেন্দ্র স্থাপনের লিখিত অনুমতি প্রদান করা হয়েছে।৯টি শর্ত তুলেধরে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ’র নিকট গত ৩০/০৯/২০২১তারিখে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অনুমতি সাপেক্ষে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃকবীর আহম্মেদ সাক্ষরিত চিটি প্রদানে নিশ্চিত করেন।এবং সর্বশেষ শর্তে উল্লেখ রয়েছে প্রথম বছরের পরীক্ষা সাফল্যের সাথে পরিচালনা করলে পরবর্তীতে স্থায়ীভাবে কেন্দ্র স্থাপনের অনুমতি প্রদান করা হবে।এর পুর্বে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ কোডঃ৭১০ ধর্মপাশা এর অধীনে ছিলো।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ