সিলেটে জ্বালানি তেল সংকট নিরসনে ব্যবসায়ীদের বৈঠক, ধর্মঘটের হুশিয়ারী

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সিলেটে জ্বালানি তেল সংকট নিরসনে ব্যবসায়ীদের বৈঠক, ধর্মঘটের হুশিয়ারী

সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরী বৈঠক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

 

সভায় সিলেটের এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ যখনই সিলেটের পাম্পগুলো শুন্য হবে সাথে সাথে ধর্মঘটে যাবার হুঁশিয়ারী দিয়েছেসভায় বক্তারা বলেন, গত সপ্তাহে সংগঠনের পক্ষ থেকে ৭ দিনের আল্টিমেটাম দেয়ার পর সিলেটে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সিলেটবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে এই মুহুর্তে কঠোর কর্মসূচি না দিয়ে তারা যে মুহুর্তে সিলেটের পাম্পগুলো তেলশুন্য হবে সাথে সাথে ধর্মঘটে যাবার ঘোষণা দেন। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেশন হলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার জরুরী সভায় বক্তারা এই হুশিয়ারী দেন।অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামালের ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন, খান মো: ফরিদ উদ্দিন, নুরুল ওয়াছেহ আলতাফী, হুমায়ুন আহমেদ, সায়েম আহমেদ, জুবের আহমেদ চৌধুরী খোকন, ব্যারিষ্টার রিয়াশাদ আজিম হক আদনান, সিরাজুল হোসেন আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, এনামুল হক রুবেল, রিয়াদ উদ্দিন, মনিরৃুল ইসলাম, আখতার ফারুক লিটন, লোকমান আহমদ মাছুম, আফজাল আহমদ, আব্দুল কুদ্দুস তালুকদার, আব্দুল মুমিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম, ইউনুস আলী, নাদিম রহমান, জহির উদ্দিন মো. বাবর, মশিউর রহমান চঞ্চল, মো. ছানাওয়ার আলী প্রমূখ।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ