ছাতকে পুলিশের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিয় সভা

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

ছাতকে পুলিশের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিয় সভা

ছাতকে পুলিশের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিয় সভা

 

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:

ছাতকে দ্বিতীয় ধাপের দশ ইউনিয়ন পরিষদ নির্বাচন, আগামী ১১ নভেম্বর নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে প্রার্থীদের সাথে থানা পুলিশের পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তানজিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাতক সার্কেলের এএসপি বিল্লাল হোসেন। থানা পুলিশের উপ-পরিদর্শক ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিট অফিসার মহিন উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোহাম্মদ শফিউর রহমান, থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল, মুসলিম উদ্দিন মাসুদ রানাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

 

এছাড়া বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, খুরমা উত্তর, দোলারবাজার ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাগণ।

সন্ধ্যায় জাউয়াবাজারে জাউয়াবাজার, চরমহল্লা, খুরমা দক্ষিণ ইউনিয়নের সকল প্রার্থীদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ছাতক শহরে, ছাতক সদর, ইসলামপুর ও কালারুকা ইউনিয়ন পরিষদ নিবার্চনের সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হবে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ