শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান -পিপিএম 

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান -পিপিএম 

শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান -পিপিএম

 

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা ঢাকায় * বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী এবং সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকুর উপস্থতিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান -পিপিএম কে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য *শেরে- বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১* প্রদান সহ সম্মাননা পত্র প্রদান করেন।

উল্লেখ্য যে,ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান- পিপিএম চাকুরী কালে একাধিক চাঞ্চল্যকর ক্লু-লেছ হত্যা মামলার রহস্য উদঘাটন, ক্লু-লেছ খুন সহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এসআই হাবিবুর রহমান-পিপিএম কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা *রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম) সাহসীকতা * পদক প্রদান করেন। তাছাড়া এসআই হাবিবুর রহমান পিপিএম সিলেট রেঞ্জের শ্রেষ্ট্র অফিসার এবং সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন, সম্প্রতি তিনি * ইউনাইটেড নেসনস ডে পিস এ্যাওয়ার্ড-২০২১* লাভ করেন।

এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক আমাকে “শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ “পদক সহ সকল পুরুষকার প্রদান করায় শেরেবাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের জুরি বোর্ডকে আন্তরিক ধন্যবাদ ও ফুলেল শুভেচছা জানাচ্ছি এবং প্রাপ্ত শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ সহ সকল পুরস্কার সহকর্মী সকল অফিসার ফোর্সকে উৎসর্গ করছি।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ