সিলেটে বৃষ্টির প্রবনতার কারনে রাতে শীত অনুভব হচ্ছে :আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

সিলেটে বৃষ্টির প্রবনতার কারনে রাতে শীত অনুভব হচ্ছে :আবহাওয়া অধিদপ্তর

ফাহিমা বেগমঃঃ………………

সোমবার (১৫ নভেম্বর) সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টি না থাকলেও এ অঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৪ নভেম্বর) দিনের বিভিন্ন সময় সিলেটের আকাশ ছিলো মেঘে ঢাকা। কোনো কোনো সময় আবার মেঘের আড়াল থেকে খানিকের জন্য উঁকি দিয়েছিল সূর্য।

এদিকে, বৃষ্টির প্রবণতার কারণে রোববার রাতে সিলেটের বিভিন্ন স্থানে রাতে শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদ অফিস জানায়, দক্ষিণ আন্দামান সাগর এবং কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য আন্দামান সাগর এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আগামী দু’দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

এ সংক্রান্ত আরও সংবাদ