সিলেটে দুইটি ল্যাবে করোনায় আক্রান্ত ৬৪

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

সিলেটে দুইটি ল্যাবে করোনায় আক্রান্ত ৬৪

বৃহস্পতিবারে সিলেটের দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় ৬৪ জনের করোনা সনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৯ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, জৈন্তাপুর উপজেলার ১ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন বলে জানা যায়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই ১৮৩টির পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ ও ২০ জন সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ